বাড়ির পাশেই বটতলা
বাড়ির পাশেই বটতলা
বিমল মণ্ডল
আমার একটি ঘর ছিল
সেখানে একটি বাবা ছিল
আর একটি মা
রোক আমাকে ডেকে নিয়ে বসত খিদের সময়
বাবা একটা আকাশ নিয়ে আসত
মা নিয়ে আসত সমগ্র বাতাস
আমি তখন প্রসন্ন মুখে
আকাশ আর বাতাস নিয়ে পেট ভরাতাম
আজ আমি একা
রোজ বটতলায় বসি
স্মৃতির সমুদ্রে ডুব দিই
হঠাৎ সামনে দাঁড়িয়ে দুজন
মাথায় হাত রেখে বলে,
তুমি আকাশের মত হৃদয় আর বাতাসের মত স্বচ্ছতা নিয়ে
সামনের দিকে হেঁটে যাও
আমি সেই থেকে হেঁটে চলেছি
বটতলা থেকে দূরে অনেক দূরে।
Subscribe
Login
0 Comments
Oldest