বাঁচার লড়াই
বাঁচার লড়াই
উদ্দীপন
আমার মনে সর্বক্ষণ
ভীষন রকম কষ্ট,
যা চাই তা পাই না কেন?
বুঝি জীবন হবে নষ্ট।
মনের আশা পুরাতে হবে
ব্যস্ত তার জন্য,
নানা রকম পন্থা খুঁজি
হয় না আশা পূর্ন।
কষ্ট আরো বাড়তে থাকে
দুঃখে ভরে মন,
অস্থির হই, ভেঙে পড়ি
কাতর সর্বক্ষণ।
অন্যের দেখি গাড়ি বাড়ি
হাসি ভরা মুখ,
ঈশ্বর কি আমার জন্য
রাখেনি কোন সুখ?
তাবিজ, কবজ ধারণ করি
আঙুল ও নেই ফাঁকা,
তবুও ভাগ্য ফেরে নাকো
গ্রহের চাহনি বাঁকা।
সঠিক পথ খুঁজতে খুঁজতে
ধৈর্য হারিয়ে ফেলি,
নেতানেত্রী সবার কাছে
দুঃখের কথা বলি।
ধীরে ধীরে বয়েস বাড়ে
মনে আসে অবসাদ,
ভেবেছিলাম সোনা ফলাব
পেলাম শুধুই খাদ।
তবুও লড়াই চালিয়ে যাব
দেখেই ছাড়ব শেষ,
মনের জোর বাড়িয়ে চলি
শুনি নানা উপদেশ।
লড়াই করে বাঁচতে হবে
এর ই নাম জীবন,
হারতে হারতে জিতব ঠিক
আসবে শুভক্ষন।
সেই দিনটির স্বপ্ন দেখি
জিইয়ে রাখি আশা,
একদিন ঠিক প্রসন্ন হবেন
মুনি দুর্বাসা।