আগামী দিনের অপেক্ষায়
চারিদিকে মৃত্যুর বাতাবরণ
গ্রাস করছে সমগ্র মানব সমাজকে
হাহাকারের চিতার আগুন
ভস্মীভূত এক পলকে।
কৃষ্ণচূড়ার লাল ফুল
মানুষের রক্ত পান করে
তৃষ্ণার জ্বালা পূরণ করছে
অনেক বছর অপেক্ষার পর।
প্রান্তরে প্রান্তরে শুধু
ভয়ের অদৃশ্য লাইন
ছুঁতে পারে মানুষের
জীবনের লাইন কে।
গর্জে ওঠা বিষাক্ত বাতাস
পৌঁছে যাচ্ছে সবুজের মাঝে;-
অপেক্ষা করছে কালবৈশাখী ঝড়
নিমেষে প্রলয় ঘটানোর জন্য।
আগামী দিনের অপেক্ষায়
ধ্বংসের নতুন বার্তা
সব এক অহোরাত্র -এ
নিয়ে যাবে একদিনে।।
২৬/০৬/২০২১
Subscribe
Login
0 Comments
Oldest