গুড় নদী
ছোট্ট মোদের গুড় নদী ভাই
বয় সে শীতল পানি,
পাড় দু’টি তার খেলায় দানে
সবুজ গাছের ছানি।
সারা বছর রূপ দেখে হাঁস
মৎস্য করে খেলা,
ঢাল বেয়ে গায় হরেক ফসল
দোলায় গড়ে মেলা।
রঙিলা নাও দর যেচে দেয়
বর্ষা কালে আসি,
ভুল করে না রুক্ষ খরাও
দেখতে তার ওই হাসি।
গঞ্জ গ্রাম আর হাট বুঝি তাই
এক কাতারে স্মরে,
মান দিতে তার চষছে প্রীতি
মন মানুষের দোরে।
Subscribe
Login
0 Comments
Oldest