আছি
… … বসে আছি
প্রেমের বুদঁবুদেঁ সাঁতারে আছি
করুণভাবে আছি
মোহ-প্রেমে ডুবে আছি
প্রেমিকার কাছাকাছি।
আমি একলা আছি
কোয়াবে আছি
নদীর ধারে বসে আছি
কোথায় আছে দূরে-কাছে
এ মনের মন মাঝি।
… … লিপ্ত আছি
কানে আছে লেগে প্রেমিকার হাসি
আমি উন্মুক্ত, বনের মৌমাছি।
কাছে-দূরে ঘোরে আছি
না মরে বেঁচে আছি।
Subscribe
Login
0 Comments
Oldest