প্রেমের মোহনমালা রুদ্র সুশান্ত

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি এমন প্রাণ খুলে হাসছো বলে পূর্ণিমা দু’দিন পিছিয়ে গেছে,
যতোসব তরুলতা পাখপাখালি চুমো খেলো তোমার গালে নেচেনেচে।

ও গো হৃদহরিণী,
এতো ভালোবাসো তবুও কেন বলো প্রেম করিনি(?)

নাসিংহোমে চিকিৎসা করিনি কখনো শুধু তুমি চুমো কেটেছিলে বলে,
তোমার মধুচন্দ্রিমায় ফিরে এসেছিলো আফ্রোদিতি হেসে কলকলে।

তোমার নাভিতলে স্বর্গ আছে আছে ভালোবাসার নদী,
আবার যাবো, বারবার যাবো, শুধু ভালোবাসো যদি।

হে গো হে, হেসো না তুমি এমন করে আর,
চাঁদ যেখানে জোছনা দেয়নি, হাসি চলে গেছে প্রেমিকার।

কতোকাল হলো বলিনি কথা প্রেমের ভায়োলিনে,
ছুঁয়ে থাক্ মোরে,গেঁথে থাক্ কথা হৃদয়ের আলপিনে।

ঈশ্বরও জানেনা কতো ভালোবাসাবাসি ছিলো আমাদের মাঝে,
একা হলে কখনো,বুঝে এই কবি- জীবনটা বাজে।

খুব যখন কাছে আসে প্রেমিকা প্রচন্ড যৌবনতলে,
বড্ড মনোযোগী ছেলেটা বেহিসাবি হয়ে ডুবে কাম প্রেমানলে।

তোমার অধিক প্রেম হয়নি, কোন কালে কোন যুগে,
তোমাকে ভালোবেসে ফিরে এসেছে সন্ন্যাসী সন্ন্যাস ত্যাগে।

বালুঘাট, ঢাকা
০৩ ডিসেম্বর ২০১৮ ইং

0

Publication author

0
জন্ম চট্টগ্রামে, বসবাস ঢাকায়।
প্রকাশিত বইগুলো-
১. বঙ্গদেশে স্বর্গবাস (কাব্যগ্রন্থ) প্রকাশ-২০১৬ ইং ‌
২. হাড্ডু মামার ছড়া (ছড়াগ্রন্থ) প্রকাশ-২০১৭ ইং
৩. চন্দ্রাবতীর সাতকাহন (কাব্যগ্রন্থ) ২০১৮ ইং
৪.গণতান্ত্রিক বেদনা (গল্পগ্রন্থ) প্রকাশ ২০১৮ইং
Comments: 0Publics: 12Registration: 15-09-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।