হারিয়ে গিয়েছো

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পড়ন্ত রোদে হেঁটেছিলে তুমি একা,
আমরা তোমার অনেক পেছনে ছিলাম,
রাত্রি পেরিয়ে পেলে সূর্যের দেখা —
একমুঠো রোদ আমরা কুড়িয়ে নিলাম।

সূর্যের আলো ঝকমক ঠিকরায়,
তোমার জীবনে হাজার সূর্য আলো,
আমরা ভিজেছি ঘনঘোর বাদলায়,
একটু আগুন চকমকিতেই জ্বালো।

রাত্রি নামে যে আমার কাছে এবার,
নিয়েই যাবে কোথায় বুঝি আমাকে;
অনেক কিছুই রয়ে গেল যে দেবার,
বড্ড বেশি দরকার আজ তোমাকে।

হারিয়ে গিয়েছো। এটাই হয়তো ঠিক।
ফিরে আসাটাই হয়তোবা বেমানান।
নীরবতা তাই ছেয়ে আছে চারদিক,
বাজবে কি আর প্রভাত বেলার গান?

0

Publication author

0
এক নগণ্য কবি
Comments: 0Publics: 6Registration: 24-09-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে