ব্যর্থতা-৭
আমি ভালোবাসার অন্তিম গলিতে
কয়েকটি নিশীথ পেরিয়ে গেছি
খুবই অনুশোচনা সহ্য করে।
তুমি এসেছো কয়েকটি দিন পরে
তবুও তুমি সেই আগেই মতোই রয়ে গেছো
আমি বলিনি কিছু তুমিও বলোনি কিছু
তবুও মনে হয় এই ব্যবধান হাতের মুঠোয় রোদ্দুর জমিয়ে রাখার মতো কঠিন অভিযোগ
যা শুকতারার সাদা আলোয় মিশে যায় দুরন্ত মিনার
পথিকের দেহ।
এভাবেই এগিয়ে যায় মনের গতি
আলোকবর্ষ দূরের কথা ভেবে কাছে টেনে আনে
বিষাদের ছায়া জীর্ণ গাছের বিপরীত থেকে।
Subscribe
Login
0 Comments
Oldest