ঠেকাদার ! –মোঃ রহমত আলী
ঠেকাদার !
==========
মোঃ রহমত আলী
==================
বড়ই কঠিন এ যাত্রা আসর
জীবন নামক এই নাট্যালয়ে,
সহজ সরল চরিত্র এখন
সমাপ্তি হবার পালায় প্রায়।
সকালবেলা সবার আগে,
সত্য বলে শুরু করে,তবু !
বেলা সারা চলে মিথ্যার কাঁধে
ভর করে অন্ধকার বর্ণন বলে।
বড়ই সহজ ছিলে সে সত্য বেলা,
মাতার কোলে নিঃশ্বাস নেওয়া,
এখন যে বিষের দীর্ঘশ্বাস !
খুবই কঠিন তার বিশ্বাস,
শুরুর আগে শেষ হলে আর
এ দুঃখের কাহিনী কে শোনে।
বড়ই নাজুক এ জীবন বেলা,
যখন তখন হয় শেষ খেলা,
তবুও এ মিথ্যের স্বার্থ লোভে
একটুও নেই কেহ পিছু হটে।
পারেশান সবে নিজ-নিজ,
কর্ম তরে ! তারিফ শুধুই,
ওই এক খোদা পাকের
লীলা ঘরে’র, আসলে ঠেকাদার,
কে ? কার ! বড়ই কঠিন
এ জীবন খাতার হিসাব
অঙ্ক গুলি খুবই জটিল,
তাহলে এ জীবন নামক
যাত্রা আসরের চরিত্র,
কি করে আর হতে পারে!
সত্যের চেয়েও অধিক সঠিক ।
–––১২-১২-২০০৯–––