ব্যর্থতা-২৫
ব্যর্থতা-২৫
– অভিজিৎ হালদার
একদিন রাত্রির নিকটে
কয়েকটি দেশের লাল মাটির নীল হৃদয়ে
নীল চোখের প্রাচীনতম নিদর্শন রেখে গিয়েছিল যে মেয়েটি, আজ তাঁরই কথাই মনে পড়ছে খুব
স্নিগ্ধতম আয়নায় মুখ দেখার মতো
আকাশের তারাগুলি স্থান ভুলে
আমার বুকের উপরেই জ্বলতে শুরু করেছে
যেন সেই একটি চাঁদের আলো পাওয়ার জন্য
অজস্র জন্ম ধরে আমি পথ হারিয়েছি
হয়তো তা পরীক্ষিত করার সময় নয় এখন
বরং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখন কিছুদিনের জন্য বন্ধ রয়েছে
কিছুটা উপেক্ষিত আর কিছুটা বাস্তবিক অর্থে পরিপূর্ণ
তবুও আমার মনে হয় কিছু দূরত্ব খুব সুন্দর ভাবে বাঁচতে শেখায় মানুষকে, সমাজকে এমনকি পৃথিবীকেও
আমরা এভাবেই বেড়ে উঠছি দুজন দুজনকে উপেক্ষা করে
কিন্তু এ ভালোবাসা চির পবিএ দুটি হৃদয়ে দুটি চোখের চাহনীর ভাষাতে এমনকি দুটি মনের গভীরে
যা কোনোদিন কোনোভাবেই ছিন্ন হওয়ার কথা নয়