দূরের ডাক
মন রে-
আর কতদিন অলস হয়ে থাকবি পড়ে
চার দেওয়ালের মাঝে,
জীবন যে তোর বৃথাই যাবে
এ জগৎ দু’চোখ ভরে না দেখলে।
বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে নদী সাগরে দুর্গমে রুক্ষে
না অভিযান চালালে
বাঁচবি কি শুধু পুঁথি পড়া বিদ্যেটুকু নিয়ে?
মন রে-
সংকীর্ণতাকে ভোল
ক্ষুদ্র গন্ডির সীমা টপকে দেখ-
প্রকৃতি তোকে ডাকছে।
কত রহস্য লুকিয়ে আছে আনাচে কানাচে দিকচক্রবাল জুড়ে,
বিপদকে দু পায়ে দলা
গহীন অরণ্যের বোঝ ভাষা,
দেখ পর্বতের চূড়া রাঙে চন্দ্রের হাসিতে
অনুভব কর ধূ ধূ মরুর যন্ত্রনা কষ্টকে।
মন রে-
সীমিত জ্ঞানকে বাড়িয়ে তোল লড়াই কর বাঁচার জন্য,
ভরা নিজেকে
মধুগন্ধে রূপ সৌন্দর্যে হীরে জহরত মণি মাণিক্যে,
এ পৃথিবীকে গ্ৰাস করে।
৮জুন,বিকেল ৫:৪৫, বারুইপুর