।। ইতিকথা।।
।। ইতিকথা।।
রাতের গহীনে একলা তারারা,
দূর হতে শুধু চমকায় ;
গগন আঁধারে চাঁদের ছটাটা,
জ্বলছে তবু মৃত প্রায় !
শিশ্ন ঘ্রাণ নেশাতুর করে,
আবেগের শেষ দম্ভে,
যুক্তির বাণী গিয়াছে হারিয়ে !
একলা সরস কুম্ভে ।
বিকার-আকার যেন সব পায়,
আপন দোঁহে মিশিয়ে উপায়,
ইন্দ্রজ্ঞানে দ্রুত বেগে ধায়,
নিশিথ বরণ আঁধারে।
চঞ্চলা বেগ মর্মর ধ্বনি,
উঠিছে কাঁপিয়া বিপুল ধরণী,
রক্ত স্রোতে ভাসিয়া তরণী,
চলিল অনন্ত দ্বারে ।
সার্কাস সম অধিকার বোধে,
শব্দ কিছু ধমকায়,
জরায়ুর মুখ জল দিয়ে ধুয়ে,
মানবতা বলে চিল্লায়।
রাতের আঁধারে কামনায় মাতে,
দিনের বেলার চেতনা,
সরস কুম্ভে নেশাতুর হয়ে,
মানবতা ধুয়ে যাক না !
গগন আঁধারে চাঁদের ছটাটা,
জ্বলছে তবু মৃত প্রায় !
রাতের গহীনে একলা তারারা,
দূর হতে শুধু চমকায় ।
যুক্তির বাণী গিয়াছে হারিয়ে !
একলা সরস কুম্ভে ,
শিশ্ন ঘ্রাণ নেশাতুর করে,
আবেগের শেষ দম্ভে ।
ফিউচার সেল প্ল্যানিং মেপে,
কোম্পানি খুলে বসে,
কণ্ডোম পড়া মাথা গুলো সব,
মেঢ্র আবেগে ভাসে ।
সৌর আলোকে রাতের তারারা,
হয়ে যায় সব ফ্যাকাশে,
মানবতা সব ধুয়ে মুছে সাফ,
কঙ্কাল গুলো হাঁসে।
দিনের চেতনা রাতের আঁধারে,
কাম তাড়নায় বদলায়,
এক ফোঁটা জল দম্ভের বুক,
মানবতা বলে চিল্লায়।
শরসজ্জার ব্লগারে দাঁড়িয়ে,
পাতলুম পড়া হায়না,
জরায়ুর মুখে শিশ্ন আঘাতে!
মানবতা কেন যায়না ?
নিমেষে প্রকাশ, নিমেষে মেলায়,
হাঁসে কঙ্কাল কালের বেলায়,
বোধিসত্ত্ব পিছ পানে ধায়,
কামতত্ত্বের জালে।
দিনেও আঁধার রাতেও আঁধার,
ভুরিভোজ সব কণ্ডোমে ভার,
সুস্বাদু সব পদের আহার,
মানবতা কাঁদে আড়ালে ।
রাতের গহীনে একলা তারারা,
দূর হতে সব জ্বলছে,
হাত বাড়ালেই চাঁদের ছটাটা,
শিশ্ন আঘাত সইছে।
নিশুতি রাতের কাম ক্ষুধাটা,
মানবিক বোধে চিল্লায়,
ক্যাপিটাল ভাঙে নেশাতুর ঘ্রাণে,
ধর্ম চরিত বদলায়।
ফেমিনিজমের বর্ডারে দাঁড়িয়ে,
পাতলুম পড়া হায়না,
জরায়ুর মুখে শিশ্ন আঘাতে!
মানবতা কেন যায়না ?
কামের আড়ালে ধর্ম নাচে,
বন্ধক ভারি ভ্রষ্টা;
শিশ্নর আগে মানবতা ঝোলায়,
ফেমিনিজমের স্রষ্টা।
ক্যাটালগ সব আইনের প্যাঁচে,
জেলখানাতেই বন্দি,
নামে ডিজিটাল ফিজিকাল খোঁজে,
অষ্টপ্রহরে সন্ধি।
অ্যানালগ সব যক্কের ধন,
শব্দ পেতে চায়,
পাতলুম পড়া শোষকের দল,
মানবতা খোঁজে হায়!
বালুরাশি পড়ে কালের বেলায়,
পদপল্লব ধুয়ে মুছে যায়,
অষ্টপ্রহর কামের জ্বালায়,
অপটিমিষ্টের দোয়াতে।
গাঁথা রয় তবে এক গীতরবে,
কামতাড়নায় সকলই সবে,
দিনের চেতনা রাতেতে নিরবে,
আইডিওলজির ছোঁয়াতে।
ধর্ম আড়ালে কামের স্রষ্টা,
পাতলুম পড়া হায়না,
মানবতা বলে চিল্লায় জোরে,
মানবিক তবু হয়না।
ডিজিটাল সব ফিজিকের খোঁজে,
মানবতা বুলি আওড়ায়,
উপরে স্রষ্টা নিভৃতে হাঁসে,
ধর্মচরিত বদলায়।