অধিকার
৪+৪/৪+২
পেটের দায়ে ঘুরে বেড়ায়
খাবার পাই না কভু,
যখন যেথায় যা পাই তবে
খেয়ে নি যে তবু।
ধরার বুকে কেউ কারো ওই
আপন নয় যে তবে,
ক্ষুধার জ্বালা পেটে নিয়ে
ঘুরি আমি ভবে।
নর্দমার ওই পঁচা বাসি
পঁচা মাছের কাটা,
কভু কারো বাড়ি গেলে
খাই যে লাথি ঝাটা।
এটা কিরে ভাই জীবন কয়
পদে পদে কষ্ট,
জীর্ণ শীর্ণ দেহ আমার
সব শক্তি তো নষ্ট।
ইচ্ছে খুশি দেয় না কেহ
খাবার আমায় ভালো,
দুখের জীবন আমার কাছে
লাগে ভীষণ কালো।
কবে পাবো নিজ অধিকার
ভেবে ভেবে চলি,
জীবন যুদ্ধ লড়তে গিয়ে
সুখের কথা বলি।
রচনাকালঃ
৩০/০৭/২০২১
Subscribe
Login
0 Comments
Oldest