অপরাজিতা নায়িকা
তুমি সেই অপরাজিত নায়িকা
অবগুণ্ঠন হৃদয়ের অবকণিকা।
হর্ণ বিলস্ -এর কঠিন পরিশ্রমে
অফুরন্ত অবমাননা অবসন্ন।
তুমি সেই অপরাজিতা নায়িকা
অবগাহন চৈতালী সুরের হৃদকণিকা।
পিপিলিকার জীবনের ইতিহাস
আমারি লেখার বিষাদ সিন্ধু।
এ জীবন হয়েছে বিলীন
বিলম্ব নেই কখনো প্রবৃত্ত আশায়;
বিনতি নেই মনের’ই ভাষায়
আছে শুধু প্রেম অন্তরে গাথায়।
তুমি মোর জীবনের রেণু
বিদ্ধান পরিপ্লুত কল্পনার
দেয়ালে নারী ঐশি;-
পরমাণু পয়মন্ত তুমি হিতোষিনী।
তুমি সেই মহিয়সী নারী
বিধাতার কৃপায় তুমি গরিয়সী।
তুমি এক অপরাজিতা নায়িকা
সুন্দর ফুলের অপরূপ শোভা।
তুমি এক অপ্সরা নারী
পাতালপুরীর সুন্দরী পরী।
০৫/১০/২০২১
Subscribe
Login
0 Comments
Oldest