মাগো, আমার পরীক্ষার পড়া
বল কবে শেষ হবে?
পাড়ার সকল ছেলের সাথে
খেলতে যাব মা কবে?

ঐ দেখো মা পূবের আকাশে
উঠেছে সোনার রবি,
ফুলের বনে ফুলকলি ফোটে
দেখি যে সুন্দর ছবি।

সবুজ গাছে পাখিরা নাচে
সারাদিন করে খেলা,
পশ্চিমে রবি পড়েছে ঢলে
পড়ে আসে যবে বেলা।

সকালে বিকালে পড়েছি মেলা
বন্ধ করে মাগো খেলা,
সারাদিন শুধু পড়া আর পড়া
পড়ছি সাঁঝের বেলা।

সাঁঝের আকাশে উঠল তারারা
চাঁদ হাসে জোছনায়,
পড়াশোনায় মন বসে না যখন
বাজে সাঁঝের সানাই।

চোখে আসে ঘুম রাত্তির নিঝুম
তবুও পড়তে থাকে,
শুনি মাঝরাতে শেয়াল ডাকে
অজয় নদীর বাঁকে।

রাত জেগে পড়ে ঘুমের ঘোরে
স্বপ্ন দেখে সে রাতে,
শ্রেণী কক্ষে দেখে শ্রেণী শিক্ষকে
আসে প্রশ্ন-পত্র হাতে।

ঘুম ভেঙে যায় মায়ের ডাকে
বুক করে দুরু দুরু।
যাবে ইস্কুলে আজ থেকে তার
বার্ষিক পরীক্ষা শুরু।