অপেক্ষা
আজ রাখিপূর্ণিমা
আয়োজন কতো সেই মিলনের।
প্রাণের সখা ফিরবে আজ
ফেলে যাওয়া জীবনে।
করেছি কতো আয়োজন আমার সাধ্যের।
কতো প্রতীক্ষা অপেক্ষা মাঝে,
আশাখানি জ্বলছে মনের গভীরে।
আসছে প্রাণের সখা -মিলবে প্রাণের মাঝে।
বাড়ে বাড়ে তাই চেয়েছি দ্বারে
ওই বুজি এলো সে এই পর্ণকুটিরে।
ধীরে ধীরে সময় বয়ে চলে যায়।
কৈ এলোনা তোমার রথ মোর দ্বারে!
তবে সে কি মিথ্যা ছিলো, মিথ্যে আশ্বাস।
আজও কি ভাঙেনি তোমার অভিমান?
এ রাখি বন্ধুত্বের সম্পর্কে জড়নো।
দিয়েছিলে কথা, ‘ফিরবো আমি আবার ‘।
কৈ এলেনা তো নিশির শেষ প্রহরেও।
তবে সে কি ভ্রম ছিলো আমার?
হৃদয়ের যত কথা, দুঃখ -রোদন
গেঁথে দিলাম রাখি মাঝে -করুন হৃদয়ে।
যেদিন আসবে বেঁধে দেবো তোমায়,
আর যদি না আসো দেবো জলঙ্গিতে।
জানিনা গলবে কিনা তব পাষান হৃদয়
মরীচিকা হয়ে ধরা দিলে স্বপ্নে।
বন্ধনের হাতখানি দিয়েছিলাম আমি
ভুল সে ছিল আজ বুঝেছি।
হৃদয়ের মাঝে তাই বিলাপ করি একা
আসবে বন্ধু মোর কোনো এক রাতে।