আপন
খুবই বেদনাদায়ক এ অনুভূতি
কারে ভালোবাসা যায়
কারে আপন ভাবা যায়
কিছুই জানি না আমি !
নীল বাংলার প্রান্তরে
চোখের বিছানায় ঘুমিয়ে
ঢের বেশি সময় শেষ হয়ে যায়
বিনিদ্র রজনী পার করে।
জীর্ণ গাছেদের ভালোবাসা লাভ করে
অপেক্ষার দিন শেষ হয়
চাঁদের আলো পৃথিবীতে ভরে যায়
আকাশের তারাগুলি খসে পড়ে
হৃদয়ের আড়ালে।
তাঁরে ভালোবাসি বেশি
বলিতে নাহি পারি কভু
এ দূরত্ব আলোকবর্ষের মতো
দুজন দুজনের মতো দূরত্ব বাড়ায়
আমরা আপন হতে পারিনি বলে।।
Subscribe
Login
0 Comments
Oldest