আমাদের ছোট বিল
কবিতা: আমাদের ছোট বিল
কলমে: নূর মোহাম্মদ
আমাদোর ছোট বিলে ছোট ছোট মাছ ,
পাখি সেথা উড়ে এসে জুড়ে দেয় নাচ ।
চারধারে ধানক্ষেত উত্তরে গ্রাম ,
মিলিয়ে শোভা তার ভারি অভিরাম ।
বরষায় সেই বিল জলে থৈ থৈ ,
জেলে জাল ফেলে তোলে টেংরা কৈ ।
মাছ দেখে মাছরাঙ্গা ওতপেতে ওড়ে ,
রাতভর ব্যাঙ ডাকে সারাবিল জুড়ে ।
জল সেথা কম বেশি থাকে বার মাস ,
দুপুরে ঘাসিয়াড়া গিয়ে কাটে ঘাস ।
বিলে কোন ফাঁকে যদি চাই চোথ মেলে
দেখি নেমে সারাদিন মাছ ধরে জেলে ।
পা নড়ে চড়ে বক করে আগ পাছ
দীঘল ঠোঁটে সে ধরে পুঁটি মাছ ।
বুনো হাঁস ডাক দেয় মিলিয়ে ছন্দ ,
হেসে ফোটে শাপলা মিঠে তার গন্ধ ।
বিকশিত কমলে খুব মন টানে ,
ছেলেমেয়ে জলে নেমে তাই তুলে আনে ।
জলে ভেসে হেঁটে চলে কলমি শাক ,
পাশে বসে ডাহুকে দেয় ঘন হাক ।
কাদোখোচা কাদা জলে খোঁজে আহার ,
পানকৌড়ি জলে ডুব দেয় বার বার ।
এক সাথে দল বাঁধে কচুরিপানা ,
ফাঁকে ফাঁকে পানিফল আর ক্ষুদিপানা ।