আমার শরীরেই তুমি আছো
তোমার সঙ্গে মুখোমুখী কথা বললে যতটা না বলি
নিজের মনে তোমায় নিয়ে অনেক বেশি কথা বলি।
তোমায় সামনাসামনি যতটা না দেখি
নিজের মনে তোমায় দেখলে অনেক বেশি দেখি।
তাহলে বলো তো এসব কি ভালোবাসা না হলে হয়?
সেই যেদিন তোমায় প্রথম দেখেছিলাম
সেদিন থেকে তুমি সম্পূর্ণভাবে আমার মধ্যে গেঁথে গেছো,
আমার শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ-উপাঙ্গ সবার সাথে মিশে আছো,
তাই তুমি সবসময় আমার সঙ্গে থাকো।
তোমায় মনে মনে দেখার সময় ভালোবাসা
বা মনে মনে কথা বলার সময় ভালোবাসা,
এসবের থেকেও তো বলতে পারি-
তোমায় আলাদা করে কেন ভালোবাসব?
তুমি তো আমারই মধ্যে আছো
আমার রক্ত-মাংস-চামড়া’র সাথে মিশে।
তাই যখনই নিজের শরীরের দিকে তাকাই
তখনই তোমায় ভালোবেসে ফেলি।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩০/৯/২০২৩