আমি
ইট পাথরের দেয়াল ঘেরা বন্ধি জীবন আমার জন্যে নয়,
আমি মুক্ত আকাশ আর মুক্তির স্বাদ নিতে চাওয়া আদম,
নির্ভয়ে রাখি হিংস্র পশুতে ভরা অরণ্য কিংবা তপ্ত মরুদ্দানে শক্ত কদম।
কাঁচের সিড়িতে একশ তলার ছাদ ছোঁয়ার কোন ইচ্ছে আমার নেই,
আমি ডানা মেলে মুক্ত আকাশে দিগন্ত খুঁজা চিল,
আমি প্রতিবাদে সোচ্চার, অপরাধীর গায়ে ছোড়া ঢিল,
আমি শৃংখল আমি নিয়ম ভাঙা রাস্তার বদ্ধ পাগল।
আমার চরনে লোহার পাদুকা পড়িয়ে তুমি নিঃচিন্তে থেকো না
ভারি পায়ে হাটার অভ্যেস আমার অনেক পুরনো,
মুক্তির স্বাদ নিতে মৃত্তিকাময় পথে হাটতে আমি দুবার পিছু ভাববো না।
হালদার কৃত্রিম জলের ড্যাম আমায় আকর্ষিত করে না,
সৃজনশীলতার নামে নর্তকীর উত্তাল নাচে ভরা বাংলা সিনেমা আমায় টানে না,
আমি কালো ঠোটের ফাঁকে রাখা সিগারেটের স্বাদ নেয়া মানুষ,
আমি কারাগারের দেয়াল পালিয়ে যাওয়া তোমাদের চোখের নরপশু
উড়াই বিপদে ঝান্ডা আনন্দে রংচটা ফানুস।
আমি ষ্টীলের শোপিস হয়ে রং করা ড্রয়িং রুমে স্থান প্রত্যাশি ভিক্ষুক নই।
আমার চাহিদা নিতান্তই ছোট
আমায় ছেড়ে দিতে হবে ছেড়ে দাও, না হয় আমি শৃংখল ভেঙে পালাবোই।
২০/১০/২০