আর তখন আমায় পাবে না খুঁজে
এখন মানুষ হয়ে তোমার কাছে আছি
সব মানুষ তো এক হয় না
সবার মুখও তো একরকমের না
তবু আমার দিকে তাকাও না
আমায় ভালোবাসো না।
কিন্তু মানুষ হয়ে তো দীর্ঘদিন পারব না থাকতে
যেদিন থাকব না আর এ ভুবনে
থাকব দ্যুলোকে তারকা হয়ে
সেদিন কি তুমি আমাকে দেখে আর চিনতে পারবে?
তখন তো কোটি কোটি লক্ষ লক্ষ তারকাদের দেখবে যে, একসাথে জ্বলছে
ওদের মধ্যে আমিও থাকব মিশে
সবই দেখবে প্রায় একরকম দেখতে
আর তখন আমায় পাবে না খুঁজে।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৩/৩/২০২৪
Subscribe
Login
0 Comments
Oldest