আষাঢ়ে বাদল নামে… জল ঝরে অঝোর ধারায় কবির কলমে বর্ষার কবিতা (দ্বিতীয় পর্ব)
আষাঢ়ে বাদল নামে… জল ঝরে অঝোর ধারায়
কবির কলমে বর্ষার কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
ঘন কালোমেঘ জমে আকাশের গায়,
অবিরাম বারি ঝরে মুষল ধারায়।
জল বহে পথেঘাটে,
চাষীদল চলে মাঠে,
সারাদিন মাঠে কাটে, সাঁঝের বেলায়,
মাঠ হতে চাষীসব, ফিরে আসে গাঁয়।
ওপারে বাদল ঝরে নদী উঠে ফুলে,
গাছপালা বাড়িঘর ভাঙে দুই কূলে।
নদী কূলে কেহ নাই,
কোথা গেল মাঝিভাই,
নৌকাখানি বাঁধা তাই, জলে উঠে দুলে,
ফুঁসিছে অজয় নদী বিশাল ঢেউ তুলে।
ঝমা ঝম বৃষ্টি নামে ঝরে অবিশ্রাম,
সারাদিন জল ঝরে নাহিক বিরাম।
মেঘ ডাকে কড় কড়,
ভাঙে গাছ মড় মড়,
ধ্বসে পড়ে বাড়িঘর, কেঁদে উঠে গ্রাম,
আষাঢ়ের বারি ধারা ঝরে অবিরাম।
Subscribe
Login
0 Comments
Oldest