আসিস রে সখা!
আসিস রে সখা অবসর পেলে হাতে
এ গাঁয়ের চির শ্যামলা সতেজ কাঁকে,
আজও থাকি আমি অধীর অপেক্ষাতে
পথ চেয়ে বসে কদম তলার বাঁকে।
ডাকে যে তোরেই ষোড়শী এ গুড় নদী
নৌকার ধারে মেলে লহরীর খেলা,
পৌঁছিস এসে বরষার সাথে যদি
দেখাবো না বল খুশিতে পুজোর মেলা!
রাঙা ভোর থেকে আধেক রাত্রি জেগে
কি যে ব্যস্ততা গড়ে কুমোরের সারি,
কামারও কি থামে জামা ঘামে গেলে লেগে
তাল বিনে ক’টা সঁপে হাতুড়ির বাড়ি!
সবুজ ফসল দোল খেয়ে ভরা মাঠে
সর্বদা চষে কৃষকের বুকে আশা,
বুঝবি রে চেয়ে মায়াবী ছায়ার বাটে
পাখালিরা বাঁধে কেন স্বপ্নের বাসা।
সবজি বাজার রাখেই দু’চোখ ভিড়ে
সকাল বিকাল জেলেদের তাজা রবে,
ঈদ উৎসবে শহুরেরা এলে ফিরে
দেখবি এ গাঁ-ই মেতে আছে উৎসবে।