ইট পাথরের শহরে
ইট কাঠের স্তূপে ভরে উঠছে এ শহরের
প্রতি ইঞ্চি খালি জায়গাটুকুও।
শরীর থেকে বের হওয়া শ্বাস-প্রশ্বাস গুলো
বাঁধা পেয়ে ফিরে আসছে শরীরের কাছেই।
অন্তরের কোঠায় জন্ম নেওয়া মনের সুপ্ত বাসনাগুলো
নিমিষেয় চাপা পড়ে যাচ্ছে ইট কাঠের স্তূপের নিচে।
মনের যত সুপ্ত বাসনা হারিয়ে,
সকলেরই হৃদয় হয়ে উঠেছে পাথুরে।
পাথরের তো কোন বোধ শক্তি নেই,
তাহলে পাথুরে আত্মার আবার দরকার কি?
এইতো বেশ ভালোই যাচ্ছে সময়টুকু বয়ে
কি লাভ বল অন্যের সাথে দুঃখ, সুখের ভাগী হয়ে?
এই সমাজে আমার বলে নেই তো কিছুই আর,
এই সমাজের বুকের উপর ইট পাথরের ভার।
দিনের সাথে পাল্লাদিয়ে বাড়ছে ভারের বোঝা
এই সমাজে বাস করা আর এখন নয়তো সোজা।