এ কেমন কথা
তুমি আমার দিকে তাকিও না
আমি পুড়ে ছাই হয়ে যাব।
তুমি আমায় কিছু জিজ্ঞাসা কোরো না
আমি বোবা হয়ে যাব।
তুমি আমায় ছুঁয়ে দেখো না
আমি উবে যাব।
তুমি আমায় ভালবেসো না
আমি পাগল হয়ে যাব।
তুমি আমায় কিছু খুঁজতে বোলো না
আমি অন্ধ হয়ে যাব।
তুমি আমায় চুম্বন কোরো না
আমি হাওয়ায় মিশে যাব।
তুমি আমায় কাছে ডেকো না
আমি পথ হারিয়ে ফেলব।
তুমি আমার মৃত্যু কামনা কোরো না
আমি আবার জন্ম নেব।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা
২০ই অক্টোবর,২০২২ (সকাল)
Subscribe
Login
0 Comments
Oldest