এ কেমন স্বপ্ন আমার
এ কেমন স্বপ্ন আমার
মেঘের বুকে ঘর বানাই
মন কেমনের চাওয়া আমার
অশ্রু দিয়ে বৃষ্টি ঝরাই।
এ কেমন স্বপ্ন আমার
শূণ্য বুকে প্রেম সাজাই
রাত জোনাকীর আলো নিয়ে
ঝাপসা চোখে মায়া মাখাই।
এ কেমন স্বপ্ন আমার
বৈরী বাতাসে ফানুস উড়াই
উদাস দুপুরের নিগূঢ়তা ছূঁয়ে
আকাশ দিগন্তে হাত বাড়াই।
এ কেমন স্বপ্ন আমার
সমুদ্রের বুকে ভালোবাসা হই
রক্তস্রোতে নোনাজল জমে জমে
বালিয়াড়িতে বুনো গন্ধ ছড়াই ।।
Subscribe
Login
0 Comments
Oldest