এই ছেলেটা ভেলভেলেটা !
এই ছেলেটা ভেলভেলেটা তুই জিনিয়াস,
এই ছেলেটা আমার পাড়ায় বেড়াতে যাবি ?
এই ছেলেটা অংকে মাথা কোথায় পালাস ?
একটা দুটো পয়সা না হয় মুড়কি খাবি !
এই ছেলেটা ওদের পাড়ায় নাই বা গেলি
মুড়কি মুড়ি সস্তা ভারী নাইবা খাবি
দিতাম না হয় দুটি আরো নরম গালি
মুখপুড়িটার বুকপুড়িয়ে কোথায় যাবি ?
এই ছেলেটা শোন না কথা, যাসনে সোনা,
কচি ছেলের মাথা খেতে ডলার ছড়ায়
এমনি করে যাসনে চলে আর আসবি না ?
ডাইনি ছুঁড়ি শনের নুড়ি ওদের পাড়ায়
এই ছেলেটা ভেলভেলেটা, তাও তো গেলি
কষ্টে কাটে তোর মাধুরীর সালতামামি
দিন ঢলে যায়, নিঝুম পাড়ায় রাত নিরালী,
তোর কাছে তোর টাকবাবু নোট সবচে দামি
ওদের পাড়ায় কাদাও নাকি সবই সাদা
আমার কাদা কালো মেঘে ছাইছে আকাশ
ম্যানহাটনে সময় নাকি অংকে বাঁধা,
মিন্টো পার্কে মেঘলা আকাশ ঠিক ছটা দশ
এই ছেলেটা অঙ্কে মাথা তুই জিনিয়াস
এই ছেলেটা ভেলভেলেটা, বিদেশ পালায়
মিন্টো পার্কে, মেঘলা এখন, ঠিক ছটা দশ
আকাশ ছোঁয়া সহজ যেমন মগজ ধোলাই।
এই মেয়েটা দশটা পাঁচটা খাটিয়া চোর
নোংরা ঘামে ডাইনে বামে বন্ধ নিঃশ্বেষ
নোংরা শেয়াল ভাগ করে খায় মাধুরী তোর
হুকের খাপে লুকিয়ে কাঁপে দুঃখ বিশেষ।
কার্ণিশে সব ফর্সা জামার কলার কালো,
আজ সন্ধেয় কালপুরুষের বিচার সভা
মেহের আলী চেঁচায় খালি, তফাৎ চলো,
বন্ধ দমের দীক্ষা দেবে পাগলা বাবা
এই বাঙালি, সেই টাঙালি ঝুল মশারি,
একলা শুয়ে সময় কাটে, বঁটিই ভোঁতা,
বলার মতো ডলার খালি, ছিঁড়লে দড়ি ,
ওই দেখা যায় হাডসনের ওই মরা সোঁতা !
বাংলা থেকে ইংলিশে যায় উনিশতলা,
বৃষ্টি অতল, আয় মাপি জল, টাপুর টুপুর
গেটের পাশে, রুটির আশে পাগলা ভোলা
লেজ নেড়ে হয় হঠাৎ উদয় হ্যাংলা কুকুর ।
অঙ্কে মাথা তুই জিনিয়াস বিদ্যে বোঝাই,
মিথ্যে ছুটে, কি পাঁচ ভুতে ভরিস ভুবন,
ভীড়ের বাসে একলা ভীষণ পাগলী জগাই,
মিন্টো পার্কে মেঘলা আকাশ কাটছে জীবন !