এখন তুমি কার আকাশের ছবি!

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পুরনো সেই ছবিতে এখনো যেন সদ্য পাই তোমারে,
যদিও তুমি হারিয়ে গেছো ওই সাত সমুদ্রের ওপারে!
পুরনো সেই ছবিকেই ফিরে দেখি বারবার নতুন করে,
যদিও তুমি এখন ছবি পাঠাও অন্যের গ্যালারি ভরে।

পুরনো সেই মেসেজগুলো এখনো যেন সদ্য আছে,
সে মেসেজ দেখলেই আমি পাই যে তোমারে কাছে;
যদিও তুমি বিরাট ব্যস্ত এখন অন্য কারো মেসেজে,
তবুও ভাবি নোটিফিকেশন আবার যদি উঠত বেজে!

ফেসবুকের স্ট্যাটাসে এখনো যে লিখে যাই তোমায়,
কেবল সুখের বদলে সেখানে দুঃখেরাই শোভা পায়;
তবুও যেন তোমার সংস্পর্শ একটু তাতে খুঁজে পাই,
যদিও তোমার বুকের বামে আজ অন্য কারো ঠাঁই!

যে বুকের সবটা জুড়ে ছিল কেবল আমার বসবাস,
সে বুকটা অন্যের দখলে ঘুমায় কে যেন বারো-মাস;
আর আমার বুকের নিঃশ্বাসটা বন্ধ হয়েছে কতকাল,
অথচ তুমি সচল নিঃশ্বাসের তরে লিখেছো মহাকাল!

আমার অনন্ত অসীম এই মহাজীবনের সাদা পাতায়,
কালো করেছি লিখে তোমার ওই খুব প্রিয় নামটায়;
যদিও তুমি আমার এ নামটা মুছে ফেলেছ চিরতরে,
তবুও তোমায় রাখব আমার অনন্ত স্বপ্ন-সারথি করে।

আমার নয়নের জল তুমি, এই নয়নেই রবে চিরকাল,
না পেলাম তোমারে তবুও ভালোবেসে যাব ইহকাল;
তুমি দেখবে না জেনেও এখনো কাব্য লিখে যায় কবি,
সুখে থেক, জানি না এখন তুমি কার আকাশের ছবি!



রচিত: ০৬ সেপ্টেম্বর ২০২৩; মোহাম্মদপুর, ঢাকা।

0

Publication author

0
একজন আধুনিক তরুণ কবি ও লেখক; বিজ্ঞান, দর্শন ও মুক্তচর্চায় সুস্থির, সংস্কৃতি প্রেমী। তার কাব্যগ্রন্থ: ক্রুদ্ধ আগ্নেয়গিরি, জীবিত লাশের চিরকুট, কে আমি?; ছোট-গল্পগ্রন্থ: ভিকি শিকি পিংকি (শিশুতোষ)। তার লেখায় বিশেষ গুরুত্ব পায় জীবনমুখী অনন্ত চিন্তাধারা
Comments: 0Publics: 5Registration: 16-09-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।