কে গো তুমি জলকন্যা?
অনন্যচিত্তে অনন্তপ্রবাহ তটিনী
চন্দ্রিকার মৃদু আলোকে স্নাত হয়ে
চলেছে
নিজ আনন তুলে,
কে গো তুমি জলকন্যা?
কোথায় পেলে এতো ভরাপ্রাণ?
চারিধারে সারি সারি বনশ্রী আর বর্ষিত নবকলিকার
সুবাস!
Subscribe
Login
0 Comments
Oldest