কোথায় বেড়াতে যাবি, পাগলী !
কোথায় বেড়াতে যাবি, পাগলী !
কত আছে, জমিদারী, এখানে ওখানে
হিসাব কে রাখে,
তুই হাসলেই মহাকাশে গ্রহ তারা কিনে থাকি, দু একটা
চাঁদকে তোর মতো বানিয়েই মুশকিল পড়েছি,
তোর নামে লোকে কবিতাও লিখছে আজকাল !
সাবধানে থাকিস পাগলী, ভালোবাসা ভালো কথা নয় !
সৃষ্টিছাড়া সাংঘাতিক নেশা, বুক ঢিপ ঢিপ, শুধু ভয় !
মন সওয়ারীর নেই ঠিক, কোথায় কখন,
টিক টিক একটাই দিক, পড়ে থাকে মন,
পক্ষীরাজ আছে বটে, পাগলা, কথা তো শোনেনা !
ঘড়ি সেটা ধুপধাপ চলে, সময় গোনেনা !
সাবধানে থাকিস পাগলী, ফুলবনে যেন
মিষ্টি কোথায় ভুলে, ভুল করে যাবিনা কখনো,
ভালোবাসা ভালো কথা নয় !
ভালোবাসা বুকের ভিতর সুখ বৃষ্টি
সেকি আর সকলের সয় !