জলের মতো,গভীরে, আশ্রয়য় নিয়ে
হঠাৎ, জলধ্বনি শুনলে,
দৌড়ে চলে যাই, আশায়,
হায়’রে পাথরের সামনে,
আবার দাঁড়িয়ে, আমি নিরাশ্রয়।
কঠিন পাথরের বুক চিরে,
মাটির বুকে, একদিন আনব,
তৃষ্ণার,আঁজলা-ভরা জল,
সে’তো নয়, খুব সহজ।
তবে, সে ভুল আমার,
জলধ্বনি বয়ে যায়, সমানে।
সে ধ্বনির প্রতিধ্বনি,
প্রথমে, শেষে, একই লয়ে।
শুধু কান পাতার অপেক্ষায়,
ভুলে গেছিলাম, কোন এক সময়ে,
সজাগ হয়ে থাকতে হয়,
জলের মত, গভীরে, আশ্রয় নিয়ে।
Subscribe
Login
0 Comments
Oldest