টেকেন ফর গ্র্যান্টেড
তুই যেদিন কথা টা আমাকে বল্লি ,
সেদিন থেকে আমার ঘুম নেই চোখে।
কথা টা শুনেছি স্কুল কলেজে,
অনেক আগে।
সেই ভাবে কথা টা,
ভেবে দেখি নি কখনো।
কখনো ভাবি নি আমি কার কাছে কতটা প্রিয় ।
আপন করার নেশায়,
ভালোবাসার নেশায় ,
কথা টার প্রতিটা অণু বিস্ফোরণ ঘটেছে।
রাসায়নিক সব সম্পর্ক গুলো,
এ জীবনে পার্শ্ব প্রতিক্রিয়া ঘটিয়ে
ব্যর্থতা এনেছে।
মা বাবা স্ত্রী সন্তান এমন কি
অবৈধ প্রেমে।
তাই রাসায়নিক সম্পর্ক গুলোর অস্তিত্ব নেই আজ
তুই এসে বুঝিয়ে দিলি,
এই বিস্ফোরণের মানে
হারাতে চাই না তোকে,
হওয়ার সাথে মিশে থাক।
সুন্দর জৈবিক সম্পর্ক হয়ে
থেকে যা না আমার পাশে।
নাম হীন সম্পর্ক নিয়ে মানুষ,
সমালোচনা করে।
থেকে যাক না তোকে দেওয়া
আমার আদরের নাম টা।
আজ কাল রাতে ঘুম আসে না,
আবার, আবার, সেই ভুল।
টেকেন ফর গ্রান্টেডের বিষ্ফোরণ
আবার আবার ঘটেছে।
জৈবিক সম্পর্ক হলেও
একদিন তুই ও চলে জাবি জানি।
কারণ তুই ও আজ জেনে গেছিস,
আমার সত্যতা আমার অনুভূতি।
তুই ও জেনে গেলি আমার বেঁচে থাকার রসদ।
ভুল করা মানুষ গুলোকে,
যতই সুদরে দিতে চেষ্টা কর।
আয়নার মতো স্বচ্ছতা নিয়ে
যে মানুষ গুলো অন্যের মুখ দেখে
যত দিন তারা ভেঙে টুকরো না হবে
সেই ভুল করতেই থাকবে বার বার।
ভুল যে তাদের জীবনের একটা রোগ মাত্র।
আবারো বলে ফেলেছি তুই ছাড়া বেঁচে থাকবো না।
জৈব সম্পর্ক হলেও ,
কাল তোর কাছে ও হয়ে উঠবো
টেকেন ফর গ্র্যান্টেড