ডাকচিঠি-১০

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

 

অংশ-১০

 

দূর হতে দূরে পেঁচা পাখি ডাকে
এই পেঁচা পাখি অতীতের মৃত প্রেমিক-
কত প্রেমিকের আত্মার মুক্তি না পেয়ে
পেঁচা পাখি হয়ে গেছে,
ঠিক তারপর অতীতের সমস্ত প্রেমিকারা
আজকের নতুন সভ্যতার কাছে
নক্ষত্রের আলো হয়ে জ্বলে।

একদিন সমস্ত প্রেমিকারা
কালী পূজার উপবাস করে-
অমাবস্যার নিশিরাএ চারিদিকে অন্ধকার জমে;
সমস্ত প্রেমিকেরা তখন অঞ্জলীর মন্ত্রে
প্রাক্তন প্রেমিকদের খোঁজে-
এদিকে সমস্ত পেঁচা পাখি ওত পাতিয়া থাকে
অশ্বন্থের ডালে ডালে, তাঁদের প্রেমিকাদের খোঁজে।

তারপর অশ্বন্থের ডাল হতে
সমস্ত পেঁচা পাখি ডাকে
তখন সমস্ত প্রেমিকারা অঞ্জলী সেরে
বাড়ির দিকে আসে-
ঠিক তখনই প্রেমিকারা ভয়ে মরে:
পেঁচা পাখি তখন তাঁদের প্রেমিকাদের
নাম ধরে ডাকে;
প্রেমিকারা বুঝতে পারে
ঠিক তখনই সমস্ত পেঁচা পাখির মুক্তি ঘটে:-
অতীতের সমস্ত প্রেমিকের।

১১/০৯/২০২১

0

Publication author

2
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 555Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।