তবুও বাহি
তবুও বাহি
হাকিকুর রহমান
তিমির রাতে, আঁখি খুলি চাহি
চির চেনা সুরে, সেই গান গাহি।
যদি না কাটে, নিকষ আঁধার
নিঃশঙ্ক চিত্তে, গাহিবো আবার।
নয়ন পাতে, নাহি মোর ঘুম
ভরা তটিনীটে, সবই নিজঝুম।
গগন মাঝে, উঠে ঘনঘটা
অবয়বে লাগে, জলের ছটা।
অকপটে সহি, তবুও বাহি
হৃদমাঝারে, মাভৈঃ গাহি।
Subscribe
Login
0 Comments
Oldest