তা-না না,তা-না না
ফুলকা দাঁতে হাঁসতে মানা
তাই তো খুকুমণি কথা কয়না,
ধরেছে আজ বায়না।
আতা পাতা নেই কোনো ছাতা,
বৃষ্টির জলে ভিজে গেল খুকুমণির মাথা।
তাই রে নাই রে নাই,
খেলার সাথি এবার কোথায় পাই
এ ভেবে খুকুমণি রাগ হয়ে যায়।
ফুলের বাগানে একা একা,
নগ্ন আকাশ দিল দেখা
আনন্দের নেই সীমারেখা।
হাঁটে টিম টিম খুকুমণি খেতে
ভালো বাসে ডিম।
ধিনাক ধিনাক তালে খুকুমণি নাচে
ঐ একতারাটা বাজে।
সালমা
Subscribe
Login
0 Comments
Oldest