তুমি অনেক রকম

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি যখন মিষ্টি করে হাসো
তখন তোমাকে দেখতে মনে হয়
ফুটফুটে ঠিক চাঁদের মতো ,
তুমি যখন একটানা চেয়ে থাকো
তখন তোমাকে দেখতে মনে হয়
ঝিকিমিকি করা তারার মতো ,
তুমি যখন হেলেদুলে হাঁটো
তখন তোমাকে দেখতে মনে হয়
ধবধবে সাদা মেঘের মতো ,
তুমি যখন স্পর্শ দিয়ে কথা বল
তখন তোমাকে মনে হয়
তুলতলে নরম তুলার মতো ,
তুমি যখন কাজল চোখে চোখ মেলো
তখন তোমাকে মনে হয়
টলটলে স্বচ্ছ জলের মতো ,
তুমি যখন পাশ কেটে হেঁটে যাও
তখন তোমাকে মনে হয়
ঝিরঝিরে মৃদু হাওয়ার মতো ,
তুমি যখন উঞ্চ নিঃশ্বাস ছাড়ো
তখন তোমাকে মনে হয়
ফুরফুরে কালো চুলের মতো ,
তুমি যখন ভালবেসে কথা বলো
তখন তোমাকে মনে হয়
টকটকে লাল ফুলের মতো ।
তোমার কাছে হয়ত আমি ,
তুমি যত কিছু তার চেয়ে কম ,
কিন্তু আমার কাছে আমার চোখে
তুমি নিত্য নতুন অনেক রকম ।

0

Publication author

0
আমি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বাসিন্দা । চাকুরি সূত্রে পিরোজপুর থাকি । পেশায় শিক্ষক ।
আমি ছোটবেলা থেকে লেখালেখি করি ।
Comments: 1Publics: 11Registration: 07-07-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।