তুমি এসেছিলে
তুমি এসেছিলে।
তুমি এসেছিলে সেই সকালে
ঝরা শিউলি বেছানো পথ ধরে
নীল আকাশে সাদা মেঘের ভেলা
কাশ বনে হাওয়ার কত না গোপন কথা।
তোমার এক ঢাল কালো চুল ছিল খোলা
দু’একটি চুল কপোলে করছিল খেলা
তোমার চকিত চাহনিতে আকুল আহ্বান
আমি সেদিন ছিলাম সুদূর পানে চেয়ে।
সেদিন সকালে সবে বৃষ্টি হল সারা
তপ্ত দগ্ধ গাছপালায় নতুন জীবনের ছোঁয়া
দৃষ্টি তোমার পাল ছেঁড়া নৌকার মত উদ্ভ্রান্ত
আমি সেদিনও নামিয়ে নিয়েছিলাম চোখ।
আজ পড়ে থাকে শিউলি বেছানো পথ
একান্তে একা
বর্ষা শেষে কলা পাতা থেকে চুইয়ে পড়ে
ফোঁটা ফোঁটা জল
আজ আমার চোখ খোঁজে তোমাকে
সমুদ্রে পাল ছেঁড়া নৌকার মত উদ্ভ্রান্ত সেই
চোখ দু’টি।