থেমে নেই
থামছি না আমি
থেমে নেই নিশ্বাস
থেকে যাক বিশ্বাস
কিছু পাগলের তরে,
যারা ঘুরে মরে পথে
যারা আলোর জন্যে লড়ে
যাদের জোৎস্না কেড়েছে যামিনী-
জোনাকী কে পর করে।
থামে নি হাহাকার থামে নি মৃত্যু
শতাব্দীর শক্ত প্রাচীর শুধু
আড়াল করেছে লাশ।
থামছো না তুমি
মিটছেনা আশ
তবু স্বপ্ন বেঁচে থাক
কিছু কবিদের তরে,
যারা কলমে সময়ের
কবর খোঁড়ে
যাদের প্রেমিকা হারিয়ে গেছে
সমাজের খোঁজ করে।
জমেনি আঁধার তোমার দেহেতে-
ছোঁয়া পেয়ে দেবতার,
হাতে এলো পরশপাথর
তবু তোমার শূন্য কোষাগার।
আমার নীরব বিদ্রোহ
দিনের আলোয় জেলে গেছে,
শ্মশানে উঠেছে স্থাপত্য
নির্বিকার মুখের ভিড় বেড়েছে-
বিকারগ্রস্ত সমাজে।
তাও থেমে নেই আমি
থামোনি তুমি তোমরাও,
আগুনের ভিড় ঠেলে
ফাগুনের আঁচড় বদলেছে দিনলিপি।
শুধু থেকে গেছে পাণ্ডুলিপি
মিশরীয় অক্ষরে।