দিনের আলো
১
রাতের শেষে দিনের আলো
ভোর আকাশের চাঁদের আলো
রাতের কাছে থাকে যেনো
কোনো এক নতুন আলো।
সূর্য মামা ওঠে যেনো
দিক-দিগন্তের আকাশ জুড়ে-
নতুন আলো দিনের কাছে
ভরে ওঠে সকাল যেনো।
চাষের খেতে ঘাসের উপর
শিশির ভেজা আলের ধারে
চলি যখন আল দিয়ে
পায়ে আমার লাগে যেন
শিশিরের বিন্দু’গুলো;
ধানের ক্ষেতে দিনের আলো
বাতাসের মাঝে হেলে শিষ
দিকদিগন্তে;
দিনের আলো দিনের কাছে
বয়ে চলে ধানের গোছে,
সোনাভরা ফসল ফলে যখন
দিকদিগন্ত ভরে ওঠে তখন।।
Subscribe
Login
0 Comments
Oldest