দুই কূলে দুই
প্রথম প্রেমের গেঁথে লেজ কাঁটা, গিয়েছ অন্য ঘর,
এগাতে চাচ্ছ সামনের দিকে পিছু কয় কিছু কর?
একদিকে স্বামী অদিকে প্রেমিক রয় দুই কূলে দুই,
স্বামীকেই কয় লাগলে ঝগড়া শান্তি দিলিনা তুই।
আন মেচেউটে সময়ের দিনে কিশোর কিশোরী জুটি,
প্রেমের জোয়ারে খায় হাবুডুবু পদ তলে নেই খুঁটি।
খুনসুটি করা কিশোরীর প্রেম ভোলা কি সহজ হয়,
উপরেই ফিট ভেতরে চিবুক ছুঁয়ে ছুঁয়ে হয় ক্ষয়।
মেচউট হয়ে গেলে সম্পর্কে হতোনা দুইটি কূল,
দুই দিকে দুই টানাটানি মনে হতেনা কোনটা ভুল।
প্রেমে পড়বার বয়স রয়েছে আন মেচেউটে নয়
আনমেচেউটে প্রেমেই পড়লে মেচেউট হবে ক্ষয়।
এইভাবে কিছু সুখের প্রদীপ কেউকি জ্বালাতে পারে,
এই অবস্থা কারো মনে কভু কখনো শান্তি ধরে।
এমনি করেই যদি হয় ভুল সে ভুল না হয় আর,
সবার ঘরের সব পরিবারে হোক সুখী সংসার।