দ্যাখবে ঘোলাটে পৃথিবী
তালেব আলী ছাড়ো এবার তালিবালি
সাধকের দৃষ্টিতে দ্যাখো তব দু’হাত খালি
দর্শন করতে চাও চাঁদের ফালি —
চাঁদের ফালিতেও আছে কিঞ্চিত কালি।
ঘোলাটে পৃথিবী লাগেনা ভালো —
রাঙা পৃথিবী চাও দ্যাখতে, কিছুটা রং মাখতে
আঁকতে চাও চিত্রকর্ম তব হৃদয় ক্যানভাসে
রঙিন চশমাটা সরিয়ে দ্যাখো পৃথিবী ভরে গিয়েছে লাশে।
পাঁচটি-তে গণনা করো ডিমের হালি —
তালেব আলী ছাড়ো এবার তালিবালি
গ্রীবা চেপে যখন ধরবে যমদূত —
চশমার ফাঁকে দ্যাখবে ঘোলাটে পৃথিবী ক্যামন জানি অদ্ভুত।
পেটের ক্ষুধা নিবারণে দু’হাত ভরে করছো রোজগার
আত্মার ক্ষুধা নিবারণে, বের হওনি আহরণে
আত্ম সাধনায় হওনি মগ্ন, দ্যাখেছো বালুচরে নারী অর্ধনগ্ন
আত্মমগ্ন হও আধ্যাত্মিকতায়, সাধক হও হৃদয়ের কুপ্রবৃত্তিতায়।
১৭/০৮/২০২২ সৌদি আরব