না বলা কথা – অসীম চক্রবর্ত্তী
বিয়ের চোদ্দটা বছর দেখতে দেখতে হল অতিক্রান্ত
বয়সের সাথে সাথে সুখ ছিল, ছিল কিছু ভারাক্রান্ত
কত মিল অমিলের ডামাডোলে ছিল দাম্পত্য
প্রেম বিরহের পারদ কখনো শৈত্য কখনো বা উত্তপ্ত
সত্যি অদ্ভুত লাগে কখনো বলিনি – আমি যে ভালবাসি
ভালবাসি গো বাসি আমি – তোমারে ভালবাসি।
কতশত বারে হারিয়েছি আমি তব আয়তনেত্র মাঝে
হাবুডুবু খেয়ে তব নয়নে প্রণয় প্রেমানুরাগে
ভেসে উঠে তব নয়ন সাগরে – ভেবেছি তুমি উর্বশী
সাঁতার কেটে ভেসে থেকেছি রাত্র পুরো উষশী
তবু তখনও বলিনি তোমায় – আমি যে ভালবাসি।
ভালবাসি গো বাসি আমি – তোমারে ভালবাসি।
কতোনা ব্যাপারে অংশ নিয়েছি কতোনা সেরেছি ভ্রমণ
নব নব রূপে সেজেছো তুমি যখন ভেবেছো যেমন
তোমারি পানে চেয়েই থেকেছি হয়েছি প্রেমের ভাবুক
কতোনা পুরুষের আর চাউনি তোমারে করেছে লাজুক
তবু তখনও বলিনি তোমায় – আমি যে ভালবাসি
ভাসবাসি গো বাসি আমি – তোমারে ভালবাসি।
কতবারে আমি দেখেছি তোমায় চাঁদমাখা মুখ সাজে
চেয়েই থেকেছি শেষ প্রহরে মরেছিলে তুমি লাজে
অবগুণ্ঠন সরিয়ে এঁকেছি – ওষ্ঠ মাঝারে বুরূলে
খুলে যাওয়া চুলে রাশ টেনেছি আদর মেখেছি চুলে
তবু তখনও বলিনি তোমায় – আমি যে ভালবাসি
ভালবাসি গো বাসি আমি – তোমারে ভালবাসি
অগণিত বারে জড়িয়ে ধরেছি আমারও বক্ষ মাঝে
তৃপ্ত করেছো তুফান ঝরিয়ে তুমি মেনকা সাঝে
তোমার মায়াবী আয়ত চোখে পুড়েছে আমার মন
আমি প্রমত্ত প্রেমের জোয়ারে ভাসিয়ে করেছি পণ
তবু তখনও বলিনি তোমায় – আমি যে ভালবাসি
ভালবাসি গো বাসি আমি – তোমারে ভালবাসি।
হয়তো বলিনি কখনো তোমায় – আমি যে ভালবাসি
মানে তো তার এই নয় – যে চাইনা তোমার হাসি
না বলা কথা চাপা পড়ে রয় – সুপ্ত মনেতে থাকে
অনেক কথাই না বলা হয়েও জীবন পূর্ণ রাখে।।