ব্ল্যাক হোল

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

যদি অনন্তকাল তুমি খুঁজো
তবে বলবো কিছুই খুঁজে পাবে না।
সময়ের মরীচিকায় যতই হারাবে
নিমজ্জিত হবে অনুভূতির ব্ল্যাক হোলে,
তলহীন অতলে ডুবে গিয়ে
হারাবে জীবনের আনন্দময় সব অনুভূতি।
সময়ের তাড়নায় বেখেয়ালি চলনে
যদি কখনো পেছন ফিরে তাকাও
খোঁজে পাবে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মুহূর্ত,
মহাকাল ভাবনাময় কিছু অনুভূতি।
এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের ভাঁজে
লুকিয়ে থাকে বিশাল বিশাল অনুভূতি,
তাই তো সময়ের চেয়ে
অনুভূতির বিশালতাই বেশী।
একটি মুহূর্ত হারিয়ে যায় মহাকালে
জীবনের আড়ালে অপেক্ষমাণ অসীম-
টুকরো একটু সময়ের মাঝে
হারানো ও প্রাপ্তির হিসেব যেন সীমাহীন,
যেখানে রাশি রাশি আনন্দ আর বেদনা-
সাজানো থাকে পাশাপাশি।

0

Publication author

0
ইউসুফ জামিল (জন্ম: ডিসেম্বর ৩০, ১৯৯৭) একজন বাংলাদেশী কবি ও লেখক। তিনি ঢাকা বিভাগের অন্তর্গত গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার প্রথম কাব্যগ্রন্থ "বেলা অবেলার কথাকলি" ওপার বাংলা থেকে লেখক ও পরমাণু গবেষক ড. সীতাংশু শেখর বিশ্বাস এর সাথে যৌথ ভাবে প্রকাশিত হয়।
Comments: 1Publics: 17Registration: 10-08-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে