নীল ডায়েরির কবিতা-২৬
বসন্ত আসতে চলেছে বিষন্ন ফাগুনে
রক্তচিহ্ন আমার চলার পথে পথে
বিরক্ত বিরচিত সংকল্প
বারে বারে বিরোধ কে ডেকে আনে,
আমি বিরাম-চিহ্ন এঁকেছিলাম ব্যস্ত শহরে
বর্ণ-বিবর্ণ দেওয়ালের বিলম্বে।
কারা যেন দ্বিমত করেছিল
ভিন্ন-অভিন্ন বিশ্বাসী শক্তিকে কেড়ে নিয়ে।
নিরন্ন অভাবে যাদের পথ হলো শেষ
তাঁরা কি নিরর্থক হবে নিমেষে !
নচেৎ ফাগুনের পরে ঝরে যাবে
নিদারুণ অভিমানকে সঙ্গে নিয়ে।
Subscribe
Login
0 Comments
Oldest