নীলাঞ্জনা
নীল ডায়েরির অচেনা মেয়ে নীলাঞ্জনা
চোখে তাঁর কাজল কালো রেখা
অদ্ভুত দুটি চোখের চাহনী যেন
গর্জিত সমুদ্রের সিম্ফনী ।
শহরে সব প্রেমিক -প্রেমিকাদের ভিড়
সেখানে নীলাঞ্জনা সুচিক্কণ চুলের নারী
বাতাসের দোলায় হয় সে প্রেয়সী।
মুখের কথা খুবই ভারী মিষ্ঠি
শুনতে চাই শত শত মৌমাছি ;
নৌকাডোবায় সে হয় শ্রেয়সী
পদযুগলের ছোঁয়ায় পাই অস্তিত্ব আমি।
Subscribe
Login
0 Comments
Oldest