পেটের ক্ষুধা মেটে?
পেটের ক্ষুধা মেটে?
হাকিকুর রহমান
জানালার দু’পাল্লাই খুলে দিয়েছি
জোসনা গলবে বলে-
কোন সে নক্ষত্র খসে পড়ে গেলো
কার অভিব্যক্তি তাতে থমকে দাঁড়ালো
কোন পথ খোঁজা পথিক চমকে চাইলো
বাঁকা চাঁদখানি তো রইলো ঢলে।।
আঁধারির মাঝে লন্ঠন জ্বেলে
অভাগিনী চেয়ে রয়-
ফাগুনের রাতে পাপিয়া কি যে গায়
শূন্য তরীটি কে বা বয়ে যায়
নিংড়োনো চোখে মাধবী ফিরে চায়
ভরা যমুনা তো ধীরেই যে বয়।।
ফুটো আধুলিটাকে হাতে নিয়ে
বসে রয়েছে ভিখারিনী-
জঠরের জ্বালা তাতে তো নিভে না
মায়ার হাতখানা কেউ কি দিবে না
বাটিভরা ভাতে ডেকে তো নিবে না
কেউ কি তার খবর জানি।।
তা, জানালার দু’পাল্লা খুলে
কি আর পেটের ক্ষুধা মেটে?
(সংক্ষিপ্ত)
(লেখাটা কবিতা দিবসে আমার মতো
যতো হতচ্ছাড়া লিখিয়ে আছে
তাদেরকে উৎসর্গ করলাম।)