প্রজাপতি
বসে আছে
সবুজ লতায়
ডানা নাচে
ইচ্ছে কথায়।
বিকেল বেলায়
ফুল বাঁগিচায়
এদিক-সেদিক
উড়ে বেড়ায়।
ফুলে বসে
আনন্দ পেলে
ছুটে পালায়
ধরতে গেলে।
ফুলের মাঝে
তাদের খেলা
দিন ফুরিয়ে
আসে বেলা।
বেলা শেষে
দেয় পাড়ি
যেতে হবে
নিজ বাড়ি।
Subscribe
Login
0 Comments
Oldest