বাতাবরণ
বাতাবরণ
হাকিকুর রহমান
স্নিগ্ধতার পরশ ছড়ালো
সাঁঝের ঐ সমীরণ,
প্রশান্তি নামিলো চারিদিকে
হিমেল বাতাবরণ।
শুরু হলো, প্রজাপতিদের
ঘরেতে ফেরার পালা,
স্ফটিক রঙে রাঙিলো আকাশ
মৃদু বহে নদী-নালা।
ঝিলের জলেতে পড়িলো ছায়া
অশ্বত্থ-পাকুড়ের,
চাতক-চাতকী ফিরিলো নীড়েতে
শাখে পলাশ-শিমুলের।
লজ্জাবতী লতা গুটালো তার পাতা
আঁধারের আবেশে,
হাসনুহেনা ভরালো সুবাস
রাতের বাতাসে।
দূরের গগনে উদিত হইলো
আধো বাঁকা এক চাঁদ,
দ্যুলোকে ভরিলো অগনিত তারা
যেন ঘুম ভাঙ্গানিয়া ফাঁদ।
Subscribe
Login
0 Comments
Oldest