বেঁচে আছি মানুষের ছদ্মবেশে
ভেবে ভেবে শুধু ক্রোধানলই জ্বলে হৃদ্দেশে
যেখানে উর্বর মৃত্তিকার সন্নিবেশে
বিহঙ্গের বিষ্ঠায় বৃক্ষ-তরুলতা জন্মায় অক্লেশে
ক্ষুধার জ্বালায় নিজেরই দেশে
আমি শালিক বেড়ে ওঠি মানুষের ছদ্মবেশে
নোংরা আবর্জনার দূষিত পরিবেশে।
বন্যার ঢলে বসত ভেঙেছে প্রকৃতির আদেশে
কেউ মৃত্যুলোকে কেউ নিরুদ্দেশে
দিশেহারায় আমি ছটফট করেছি হারানোর ক্লেশে
ফুটপাতের নিয়ন আলোর প্রবেশে
আমি শালিক ধর্ষিতা হয়েছি পোড়োবাড়ির অন্ত্যদেশে
ধর্ষকের হিংস্র থাবার খায়েশে।
বিষাদের ছায়ায় এখন স্বপ্নজাল বুনি অন্তর্দেশে
কবে ফুটবে কুসুমকলি আবেশে
তবুও অযাচিত জীবন যাচ্ছে কেটে হাপিত্যেশে
পদাঘাতের যন্ত্রণা সয়ে অধোদেশে
আমি শালিক বেঁচে আছি উন্মত্ত এলোকেশে
নির্দয় কিছু ভ্রষ্টাচারীর অঙ্গুলিনির্দেশে।