বোধন বেলা
একলা খালি হাতে
ধরায়) দিন বা এসে রাতে
পায় তো সবই চেয়ে,
ক্যান তবু রোজ কাঁদে সুবোধ
খসলে কিছু গেয়ে?
তাই বলি ও জের!
বিধি) দান করে সুখ ঢের
আবার) নেয় যদি তা ফের,
ভাবিস ক্যা তুই অস্তাচলে
গড়ে দুখের ঘের?
বন্ধ হলে জব
তবু) নয় কি তিনিই রব,
গড়ছে যে এই আকাশ-পাতাল
স্বর্গ-নরক সব?
বুঝেও) দুঃখ সুখের খেলা
কভু) করিস নে তুই হেলা,
মনটা দেখে উদাস হলে
খুঁজিস বোধন বেলা!
Subscribe
Login
0 Comments
Oldest